দৈনিকবার্তা-ঢাকা, ০৩ জুলাই: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসলামী দলগুলো৷শুক্রবার জুমার নামাজের পর ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ইসলামী দলসমূহ ও খেলাফত মজলিশ পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করছে৷এছাড়া হেফাজতে ইসলাম বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু করেছে৷ এর আগে মিছিল পূর্ব সমাবেশে ঢাকা মহানগর হেফাজতের আমির মাওলানা নূর হোসেন কাশেমী বলেন, সরকার লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে ১৬ কোটির মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে৷ এ আগুন নেভাতে হলে তাকে জেলে নিতে হবে৷ তার একমাত্র স্থান জেলখানা৷ মৃতু্যদণ্ড আইন করে লতিফ সিদ্দিকীসহ সকল নাস্তিক মুর্তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি৷
আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে পুনরায় গ্রেফতার না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম৷শুক্রবার বাদ জুমা আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নুর হোসাইন কাশেমী এ ঘোষণা দেন৷ হেফাজত নেতা বলেন, সরকার ইচ্ছে করেই লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়েছে৷ বাংলার মাটিতে কোনো নাস্তিক-মুরতাদদের ঠাই হবে না৷তারা বলেন, চলতি সংসদ অধিবেশনেই নাস্তিক-মুরতাদদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করে লফিতকে ফাঁসি দিতে হবে৷ অন্যথায় ইসলাম. ইমান ও রাসুলের সম্মান রক্ষার আমাদের এই আন্দোলন চলবে৷মাওলানা নূর হোসেন কাশেমী বলেন, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে৷ হেফাজতের আমির পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন৷এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভকে ঘিরে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী৷ দৈনিক বাংলা মোড় ও পল্টনে রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ৷ যাতে বিক্ষোভকারীরা বায়তুল মোকাররম এলাকার বাইরে মিছিল নিয়ে যেতে না পারে৷
এর আগে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম৷শুক্রবার দুপুর ২টায় (বাদ জুমা) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ইসলামী দলগুলো এ বিক্ষোভ মিছিল করে৷বিক্ষোভ মিছিলে অংশ নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ ইসলামী দলগুলো৷এ সময় মিছিলকারীদের লতিফ সিদ্দিকীর ফাঁসি চেয়ে উত্তেজিত স্লোগান দিতে দেখা যায়৷ মিছিল চলাকালে বাইতুল মোকাররমের সামনে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷সমাবেশে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমী বলেন, লতিফ সিদ্দিকী মুরতাদ৷সে ইসলামকে অবমাননা করে যে বক্তব্য দিয়েছে, তাতে অবশ্যই তাকে আবার গ্রেফতার করে ফাঁসি দিতে হবে৷
এ সময় ইসলামবিরোধী মন্তব্যের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশের দাবি জানান তিনি৷ এ আইন করার আগ পর্যন্ত ইসলামী দলগুলোর আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি৷ মিছিল শেষে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ ও জুতা প্রদর্শন করা হয়৷ সবশেষে ইসলাম রক্ষায় দোয়া অনুষ্ঠিত হয়৷এদিকে এর আগে মিছিলকে কেন্দ্র করে বেলা ১১টা থেকেই বিশৃঙ্খলা ঠেকাতে পল্টন মোড়, জিরো পয়েন্ট, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, বায়তুল মোকাররম উত্তর গেটসহ এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়৷তবে এ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷মিছিলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সদস্য সচিব জুনায়েদ আল হাবিব, নায়েবে আমির ওবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাইয়ুম, ঢাকা মহানগরের সভাপতি শেখ গোলাম আসাগর, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম আলআমিন, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রউফ প্রমুখ৷