120150703111427

দৈনিকবার্তা-পাঁচবিবি (জয়পুরহাট), ০৩ জুলাই ২০১৫: শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের রমিছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একদল যুবক হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে৷ এতে ৩৫ লাখ টাকার ৰতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে৷রমিছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী ডাঃ একেএম মোয়াজ্জেম হোসেন জানান, সরকারি কবরস্থান এলাকায় তার পরিচালিত রমিছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত ২৪ জুন পাঁচবিবি পৌর এলাকার মালঞ্চা ফকিরপাড়া মহল্লার এলাহী ফকিরের স্ত্রী জাহানারা বেগমকে (৪৮) এপেন্টিসাইড অপারেশন করা হয়৷ ৩দিন পর ২৭জুন রুগী সুস্থ্য হলে পরামর্শ দিয়ে রিলিজ দেওয়া হয়৷ এর কয়েকদিন পন জাহানারা বেগমের শরীরের অবস্থার অবনতি হলে রম্নগীর লোকজন তাকে বগুড়া ও ঢাকায় নিয়ে যায়৷

এলাকার লোকজন জানতে পারেন রুগীর নাড়ীতে ছিদ্র হয়ে গেছে, বেশী দিন বাঁচবে না৷ এই ঘটনার জের ধরে এলাকার ৫০/৬০জন কিশোর-যুবক প্রথমে সদর রোডের মসজিদ গেট এলাকার চেম্বার ও পরে ক্লিনিকে হামলা চালিয়ে কাঁচের দরজা, জানালা, বিভিন্ন যন্ত্রাংশের ব্যাপক ভাংচুর করে৷ এর ফলে প্রায় ৩৫ লাখ টাকার ৰতি হয়েছে৷ ক্ষিপ্ত যুবকদের হামলায় হাসপাতালের গাড়ী চালক রানা (২৮) ও হাসপাতালের সত্ত্বাধিকারী ডাঃ একেএম মোয়াজ্জেম হোসেনের স্ত্রী আহত হন বলে জানা গেছে৷ এ রিপোর্ট লেখা পর্যনত্ম পাঁচবিবি থানায় কোন মামলা হয়নি বলে অফিসার ইনচার্জ (তদনত্ম) ফরিদ হোসেন জানান৷