news_img

দৈনিকবার্তা-ঢাকা, ০৩ জুলাই ২০১৫: নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় দেশটির বর্ন রাজ্যের উত্তর-পূর্বাঞ্চালে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন।শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।প্রত্যক্ষর্দশীরা জানান, বুধবার সন্ধ্যায় বন্দুকধারীরা স্থানীয় কুকায়া গ্রামে হামলা চালিয়ে ৯৭ জন হত্যা করে। এ হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।অপরদিকে, বৃহস্পতিবার দেশটির মনগুনো শহরের পাশে দুটি গ্রামে মসুল্লিরা মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার সময় জঙ্গিরা গুলি করে ৪৮ হত্যা করে।কুকায়ার স্থানীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র আব্বাস গাভা জানান, কিছু জঙ্গি স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে নারী ও শিশুদের হত্যা করে।নাইজেরিয়ার বর্ন রাজ্যের মনগুনো এলাকা সম্প্রতি বোকো হারামের দখলমুক্ত ছিল।এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, ২০০৯ সালের পর থেকে বোকো হারামের সহিংস হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৭ হাজার জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই সাধারণ মানুষ।