PPP

দৈনিকবার্তা-ঢাকা, ২ জুলাই: জঙ্গি সংগঠন আল কায়দা বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টাসহ ১২ জঙ্গিকে আটক করেছে র্যাব৷ এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই ও বেশ কয়েকটি ছুরি উদ্ধার করা হয়৷বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলমএ তথ্য নিশ্চিত করেন৷তিনি বলেন, আটককৃতদের মধ্যে প্রধান সমন্বয়করী মওলানা মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা মুফতি জাফর আমিন রয়েছেন৷ তারা বাংলাদেশে দক্ষিণ এশিয়া ভিত্তিক আল কায়দার কার্যক্রম চালিয়ে আসছিলো৷তবে তাত্‍ক্ষণিক ভাবে আটক সবার নাম জানা যায়নি৷ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বুধবার গভীর রাতে রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার (একিউআইএস) বাংলাদেশের প্রধান সমন্ব্বয়কারী মুফতি মঈনূল ইসলামসহ ১২ জঙ্গীকে গ্রেফতার করেছে৷র্যাব অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করে৷গোপন সূত্র খবর পেয়ে র্যাব বুধবার সকাল সাড়ে ৬টা থেকে বৃহস্পতিবার রাত ২টা পর্যনত্ম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে৷র্যাব তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরি উপকরণ, বিভিন্ন ধরনের ছুরি এবং বহু প্রশিক্ষণ ও জেহাদি বই উদ্ধার করে৷

ঈদের পরেই দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে এগুচ্ছিল ‘দাওয়াতে তাবলিগ’ নামের জঙ্গি সংগঠনের কর্মীরা৷ নিষিদ্ধ হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)-এর এসব নেতাকর্মী আপাতত দাওয়াতে তাবলিগ নামে কাজ চালালেও শিগগিরই ‘৩১৩ বদরের সৈনিক’ নামে আত্মপ্রকাশের অপেক্ষায় ছিল৷ সবশেষে নিজেদেরকে সুসংগঠিত এবং যোগ্য করে তুলে আল কায়েদায় যোগদানের লক্ষ ছিল আটক জঙ্গিদের৷বুধবার গ্রেপ্তার হওয়া ১২ জঙ্গির ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়েছে৷ র্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করেন, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান৷

র্যাব জানায়, আটকদের মধ্যে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা(একিউআইএস)শাখার বাংলাদেশের সমন্বয়ক মুফতি মাইনুল ইসলাম (৩৫) ও উপদেষ্টা মাওলানা জাফর আমিনও (৪০) রয়েছেন৷ আটক অন্য নেতাকর্মীরা হলেন, মো. সাইদুল ইসলাম (২০), মো. মোশাররফ হোসেন (১৯), আব্দুর রহমান বেপারী (২৫), আল আমিন (২৮), মো. মুজাহিদুল ইসলাম (৩১), আশরাফুল ইসলাম (২০), রবিউল ইসলাম (২৮), মো. হাবিব উল্লাহ (২৬), মো. শহীদুল ইসলাম (২৯) ও আলতাফ হোসেন (২৬)৷গত বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর সদরঘাট, বিমানবন্দর রেলস্টেশন ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জঙ্গিকে আটক করে র্যাব-৪৷ এসময় তাদের কাছ থেকে আড়াই লিটার সালফিউরিক অ্যাসিড, ১ লিটার অ্যাসিটন, ১ কেজি গন্দক, ১ কেজি সালফার, ৪০০ গ্রাম পটাসিয়াম ক্লোরেড, ৫ কেজি সোডিয়াম বাই কারবোনেট, ২লিটার গি্লসারিন, ৫৫০টি মারবেল, প্রচুর দেশীয় অস্ত্র, বিস্ফোরক ডিভাইস, ১৪৯টি জিহাদী বই, বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়৷

ব্রিফিংয়ে মুফতি মাহমুদ খান জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির শীর্ষনেতা মাওলানা মুফতি মাইনুদ্দিন, যিনি দুটি মামলায় মতুু্যদণ্ড ও যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে কারাগারে অন্তরীণ রয়েছেন, তার সঙ্গে শলাপরামর্শ করে নতুনভাবে জঙ্গি কার্যক্রম সংগঠিত করছেন গ্রেপ্তারকৃত জঙ্গিরা৷ কারাগারের ভেতর থেকেই মুফতি মাইনুদ্দিন মোবাইল ও চিঠির মাধ্যমে আত্মগোপনে থাকা হুজির নেতাকর্মীদের সঙ্গে যোগযোগ রক্ষা করেন এবং দিক নির্দেশনা দেন৷তিনি জানান, ঈদের পরে রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল এসব জঙ্গি৷ সেই লক্ষে মূলত রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকে জঙ্গিদের একত্রিত করা হচ্ছিল রাজধানীতে৷ এছাড়া কারাগারে অন্তরীণ হুজির নেতা মুফতি মাইনুদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীকে কারাগার থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করছিল তারা৷জঙ্গি নেতা এবং ভারতীয় উপমহাদেশের আলকায়েদার বাংলাদেশীয় প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম ও উপদেষ্টা মুফতি জাফর আমিনের নেতৃত্বে এসব জঙ্গি আলকায়েদায় যোগদান এবং বাংলাদেশে আল কায়েদার সংগঠন গড়ে তোলার চেষ্টা করছে বলে জানায় র্যাব৷