Untitled-4

দৈনিকবার্তা-ঢাকা, ২ জুলাই: গার্মেন্টসহ সকল কারখানায় কর্মরত শ্রমিকদের জুন মাসের বেতন ১০জুলাইয়ের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার৷ তাছাড়া ঈদুল ফিতর উপলক্ষে উত্‍সবভাতা আগামী ১৪ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে৷বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এ বিষয়ে চলা এক বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু৷ বৈঠকে শ্রমিক ও মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷

মুজিবুল হক চুন্নু বলেন, গার্মেন্টসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শান্তি বিরাজ করছে৷ এর পেছনে মালিক শ্রমিক সকলের অবদান রয়েছে৷ এ শান্তি যদি কেউ নষ্ট করতে চায় সম্মিলিতভাবে তা নস্যাত্‍ করা হবে৷১০ ও ১৪ তারিখে বেতন বোনাস পরিশোধের বিষয়ে তিনি বলেন, আশা করি বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা আমাকে বিমুখ করবে না৷ অতীতেও এর ব্যত্যয় ঘটেনি৷ আমার বিশ্বাস এবারো নির্ধারিত সময়ে তারা বেতন বোনাস দেবেন৷পোশাক সংগঠনগুলোকে আলোচনা করে পৃথক পৃথক সময়ে ঈদের ছুটি ঘোষণা করার কথা বলে দিয়েছেন মন্ত্রী৷ একদিনে যাতে সব পোশাক কারখানা ছুটি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখার কথা বলেন তিনি৷মুজিবুল হক চুন্নু গার্মেন্ট মালিকদের পর্যায়ক্রমে শ্রমিকদের ঈদের ছুটি দেয়ারও পরামর্শ দেন৷ যাতে শ্রমিকরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারে৷

তিনি বলেন, গার্মেন্টসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শান্তি বিরাজ করছে৷ এর পেছনে মালিক শ্রমিক সকলের অবদান রয়েছে৷ এ শান্তি যদি কেউ নষ্ট করতে চায় সম্মিলিতভাবে তা নস্যাত্‍ করা হবে৷১০ ও ১৪ তারিখে মালিকরা বেতন বোনাস দেবে তার নিশ্চয়তা কি? জানতে চাইলে মন্ত্রী বলেন, আশা করি বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা আমাকে বিমুখ করবে না৷ অতীতেও এর ব্যত্যয় ঘটেনি৷ আমার বিশ্বাস এবারো নির্ধারিত সময়ে তারা বেতন বোনাস দেবেন ৷