দৈনিকবার্তা-ঢাকা, ২ জুলাই: শিক্ষাবিদ, প্রফেসর অ্যামিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের শাসকগণ অনেক দুর্বল৷ জনসমর্থন হারিয়ে তারা ফ্যাসিবাদে পরিণত হয়৷বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত মোদির বাংলাদেশ সফর: ২২ দফা ও জাতীয় স্বার্থ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন৷
তিনি বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদ এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে৷ভারতের সঙ্গে সম্পাদিত যোগাযোগ চুক্তি সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমান যুব সমাজ যেসব মাদকে আসক্ত তার বেশির ভাগই আসে ভারত থেকে৷ কাজেই যোগাযোগ চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন না হলে মাদক পাচার রোধ করা যাবে না৷শেখ হাসিনা সরকার অনির্বাচিত ও অগনতান্ত্রিক মন্তব্য করে গনতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, সরকারের প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের সমর্থনের বিনিময়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইসু্যসমূহ অমীমাংসিত রেখে ভারতের সব চাহিদা মিটিয়ে দেয়া হয়েছে৷
ভারতের সঙ্গে সম্পাদিত ২২টি চুক্তি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের জনগেণের স্বার্থে চুক্তি ও সমঝোতার নৈবর্্যক্তিক পর্যালোচনা হওয়া জরুরি৷বাম মোর্চার এই সমন্বয়ক বলেন, ‘তিস্তার পানি চুক্তির ব্যাপারে ফাঁকা আশ্বাস ছাড়া বাস্তবে কিছুই পাওয়া যায়নি৷ কারণ ২০১১ সালে মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টনের চুক্তির যে খসড়া সমঝোতা তৈরি হয়েছিল সেখান থেকে তারা সরে আসতে তত্পর হয়ে উঠেছে৷
ভারতের দুটি কোম্পানির সঙ্গে বিদ্যুত্ উত্পাদনের চুক্তি সম্পর্কে তিনি বলেন, বিধি-বিধান লঙ্ঘন করে, বিনা টেন্ডারে ও বিনা প্রতিযোগিতায় জ্বালানি সংক্রান্ত বিশেষ আইনের আওতায় দায়মুক্তির সুযোগ নিয়ে ভারতের রিলায়েন্স ও আদানি গ্রুপের সঙ্গে ৩ হাজার ও ১৬শ’ মেগাওয়াটের চুক্তি হয়েছে৷জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী বিডি রহমত উল্লাহ বলেন, ভারত বিদ্যুত্ ঘাটতির দেশ৷ তাদের বছরে প্রয়োজন ২ লাখ মেগাওয়াট বিদ্যুত্৷ কিন্তু উত্পাদন করে দেড় লাখ মেগাওয়াট৷
ভারত বাংলাদেশের সঙ্গে প্রতারণা করবে উল্লেখ করে তিনি বলেন, ভারত নিজেদের স্বার্থে নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদু্যত্ আমদানির লক্ষেই বাংলাদেশকে মাঝে রেখে রেল ও সড়ক পথ চুক্তি করেছে৷মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ-সম্পদ ও বিদু্যত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমন্বয়ক প্রকৌশলী শেখ শহীদুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ম এনামুল হক, ওয়ার্কাস পাটির্র সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ৷