দৈনিকবার্তা-লক্ষ্মীপুর, ০২ জুলাই: পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লক্ষ্মীপুরের বাবুল হোসেন ওরফে পিচ্ছি বাবুলের(২৭) হাত বাঁধা ও গলায় গামছা পেঁছানো লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার চেলাকান্দা গৌরিপুরের রাস্তার পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার লক্ষ্মীপুরে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়েছে। বাবূল সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মফিজুর রহমান ভুঁইয়ার ছেলে। এদিকে গত রোববার রাত দুইটার দিকে ঢাকা মীরপুরের তাল তলার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেয়ার পর থেকে সে নিখোঁজ ছিলো বলে দাবি করেছে তার পরিবার।
বাবুলের ভাই মো. হাসান জানান, তার ভাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলো। মামলা হামলার ভয়ে সে কয়েক মাস থেকে ঢাকা অবস্থান করছিল। রোববার রাতে ঢাকা মীরপুরের তালতলা বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে ৮-৯জন তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। মঙ্গলবার ইলেকট্রনিক মিডিয়ায় খবর দেখে তিনি চাঁদপুর গিয়ে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ন কবির জানান, বাবুল পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে থানায় ১২ থেকে ১৫টি মামলা রয়েছে। সে সদর উপজেলার সন্ত্রাসী আসাদুজ্জামান বাবুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলো। দু’ বছর আগে বাহিনী প্রধান আসাদুজ্জামান বাবুল র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।