দৈনিকবার্তা-ঢাকা, ০২ জুলাই: গত ০২/০৭/২০১৫ তারিখ রাত ০১.৩০ টায় রাজধানীর রামপুরা থানার বালুর মাঠ এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী শাহাজাদার ২ সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ নুর আকাশ ও ২। মোঃ রাসেল শরীফ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মোঃ খোকা এর ভাড়া বাসার রুম হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা উক্ত এলাকায় শীর্ষ সন্ত্রাসী শাহাজাদার নির্দেশে অস্ত্রের মহড়া দিয়ে চাঁদাবাজী, মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড সংঘটিত করে আসছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে রামপুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের ডিসি মোঃ মাহবুব আলম, পিপিএম এর নির্র্দেশনায়, এডিসি খোন্দকার নূরুন্নবী এর তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোছাইন পিপিএম এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।