nahis

দৈনিকবার্তা-ঢাকা, ২ জুলাই: ২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমানে হতাশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷তিনি বলেছেন, এবার ৩ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে৷ অথচ বাজেটে শিক্ষাখাতে গত অর্থবছরের চেয়ে মাত্র ৫৫ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে৷ অথচ এমন মন্ত্রণালয়ও আছে যেখানে সাড়ে ৮ হাজার কোটি টাকা পর্যন্ত বরাদ্দ বাড়ানো হয়েছে৷ এটা খুবই দুঃখজনক৷

মন্ত্রী খেদের সঙ্গে বলেন, আমি যদি ঢাকা শহরে ভিক্ষা করি তাহলেও ৫৫ কোটি টাকা তুলতে পারব৷ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খাতভিত্তিক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন৷এ সময় নাহিদ আরও বলেন, সংসদে প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনায় বলা হয়েছে, শিক্ষা কোনো অগ্রাধিকারমূলক খাত নয়৷ শিক্ষা মন্ত্রণালয় এ বক্তব্যে হতাশ৷ বর্তমানে ছেলেমেয়েদের অনার্স পড়ার হার সমান৷ এটা কি বড় অর্জন নয়?কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে কারিগরি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তির হার ২০ শতাংশে উন্নীত করা হবে৷