image_133829.tofayel-ahmed

দৈনিকবার্তা-ঢাকা, ২ জুলাই: বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, সেদিন খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করেছে বিশ্বব্যাংক৷ এ প্রসঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন৷

স্বাধীনতার পরে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, বিশ্বব্যাংক বলেছিল বাংলাদেশ একটা দরিদ্র দেশের মডেল৷ মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ কিছুই না, একটা তলাবিহীন ঝুঁড়ি, এখানে যতই দেওয়া হবে, তলানীতে শেষ হবে৷ আজকে সে সব লোকজনই বলে বাংলাদেশ উদাহরণ৷সবাইকে অবাক করে সেই বিশ্ববিব্যাংকই বলেছে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে৷ সেদিন বেশি দূরে নয়, যেদিন মধ্যম আয়ের দেশে পরিণত হবো৷

বাণিজ্যমন্ত্রী বরেন, স্বাধীণতার পরে আমরা তিন’শ মিলিয়ন ডলার রফতানি করতাম, আর এখন ৩১/৩২ বিলিয়ন ডলার রফতানি করি৷ আমাদের রিজার্ভ ছিল না, এখন ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷ রেমিটেন্স এখন ১৫ বিলিয়নের বেশি৷ বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে৷ বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ৷মন্ত্রী বলেন, রূপকল্প ঘোষণা অনুযায়ী ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ, বিশ্বব্যাংকের ঘোষণার মধ্যদিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যাচ্ছি৷তোফায়েল আহমেদ বলেন, এক সময় আমরা বিদেশের সাহায্য নিতাম৷ এখন নিজের পায়ে দাঁড়িয়েছি৷ বিদেশি সাহায্য ছাড়া চলতে পারবো৷ আমাদের অর্জিত সম্পদ রেমিটেন্স এবং রফতানি একসঙ্গে যোগ করলে আমদানির কাছাকাছি৷ বাজেট প্রায় তিন লাখ কোটি টাকা৷