1434185740

দৈনিকবার্তা-ঢাকা, ২জুলাই: রাজধানীর পল্টন থানায় করা নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে৷এ বিষয়ে রোববার আদেশ দেয়ার কথা রয়েছে৷ নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন থাকবে কিনা, রোববার সে সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ফখরুলকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ আদেশের জন্য ৫ জুলাই দিন ঠিক করে দেয়৷

আদালতে ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন৷ তার সঙ্গে ছিলেন জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন৷ অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷পল্টন থানায় করা পৃথক তিন মামলায় গত ২১ জুন হাই কোর্ট মির্জা ফখরুলের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে৷ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে গত সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন৷ফখরুলের বিরুদ্ধে নাশকতার আরও তিন মামলায় হাই কোর্টের দেওয়া জামিন গত ২৮ জুন বহাল রাখে আপিল বিভাগ৷ছয় মাস ধরে কারাবন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)চিকিত্‍সাধীন৷দশম জাতীয় সংসদের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল৷এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়৷ বিচারিক আদালতে এসব মামলায় জামিন না পেয়ে হাই কোর্টে যান ফখরুলের আইনজীবীরা৷

এর মধ্যে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগি্নসংযোগ ও ককটেল বিস্ফোরণের এক মামলায় গত ১৬ এপ্রিল হাই কোর্ট থেকে ছয় মাসের অন্তর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল৷এরপর পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার এক মামলায় ১৮ জুন পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত ফখরুলকে জামিন দেয় হাই কোর্ট৷আর পল্টন থানার অন্য তিন মামলায় অন্তবর্র্তীকালীন জামিন মঞ্জুর হয় ২১ জুন৷রাষ্ট্রপক্ষ ১৮ জুনের আদেশ স্থগিতে আপিল বিভাগে গেলে সেখানেও ফখরুলের জামিন বহাল থাকে৷ বর্তমানে ২১ জুনের আদেশের বিষয়টি আপিল আদালতের বিবেচনাধীন৷ফখরুল অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে গত ১৩ জুন তাকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়৷ বর্তমানে তিনি সেখানেই আছেন৷

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ্যে করে প্রধান বিচারপতি বলেছেন, যেহেতু আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন, তার ফলে এই গাড়ি পোড়ানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে৷ অতএব এর দায়িত্ব আপনাদের নিতে হবে৷বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহা এমন কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন৷

খন্দকার মাহবুব বলেন, প্রধান বিচারপতির এমন বক্তব্যের পর আমি জবাবে বলেছি- দেশনেত্রী (খালেদা জিয়া) বার বার বলেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে৷ আমাদের মহাসচিবের তরফ থেকেও এমন কোনো বক্তব্য নেই যে, কোনো রকম উসকানি দিয়েছেন৷ তার (ফখরুল) বিরুদ্ধে একমাত্র অভিযোগ উসকানি দেওয়া৷ রাষ্ট্রপক্ষও বলেছে তার উসকানির কথা৷ বিষয়টি এখন বিচারে রয়েছে৷ বিচারে প্রমাণ হলে তখন দেখা যাবে৷এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ফখরুল সাহেব জামিনের দরখাস্ত দিয়েছিলেন৷ হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন৷ আমরা তার বিরুদ্ধে আপিল করেছি৷ আজ আপিল বিভাগে শুনানি হয়েছে৷শুনানিতে বলেছি, কোনো রাজনৈতিক প্রোগ্রামের যদি ঘোষণা দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে যদি ধংসাত্মক কাজ হয় বা কাউকে হত্যা করা হয়, সম্পত্তি ধ্বংস করা হয় সে ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন তারা দায় থেকে অব্যাহতি পেতে পারেন না৷

মাহবুবে আলম বলেন, এখানে পল্টন থানার তিনটি মামলা৷ একটা ৪, একটা ৫ জানুয়ারি, আরেকটা ৬ জানুয়ারি৷অর্থাত্‍,একদিন পর পর তারা ঘটনাটা ঘটিয়েছিলো৷ এ ধ্বংসযজ্ঞ চালানো হতো না যদি না রাজনৈতিক প্রোগ্রামগুলো ডাকা না হতো৷ কাজেই রাজনৈতিক প্রোগ্রাম দেওয়ার ফলে যদি কোনো রকম সম্পত্তি নষ্ট হয়, মানুষ মারা যায় এবং মানুষের ক্ষতি হয়, সেক্ষেত্রে এ ঘোষণা দেওয়ার অন্তরালে প্রোগ্রাম দেওয়ার পিছনে যাদের ভূমিকা বা নেতৃত্বস্থানীয় ব্যক্তি, তাদের দায় দায়িত্ব তাদের ওপর বর্তাবে৷ এ কথাটা আমি আজ বলেছি৷যারা প্রোগ্রামের ঘোষণা দেন তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না- প্রধান বিচারপতি কি এরকম কথা বলেছেন৷ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ এ কথা বলেছেন৷ ফৌজদারি কার্যবিধিতে এ রকম রয়েছে৷এদিকে এ তিন মামলায় শুনানি শেষে আদেশের জন্য রোববার দিন ধার্য করেছেন আপিল বিভাগ৷ এ তিন মামলায় জামিন বহাল থাকলে জামিনে মুক্তি পাবেন প্রায় ছয় মাস কারাবন্দি থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল৷