দৈনিকবার্তা-গাজীপুর, ২ জুলাই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, দেশের সকল বীর মুক্তিযোদ্ধাগণ সমান হারে ভাতা পাবেন। বয়সের কারনে কোন তারতম্য হবেনা। তবে কত টাকা করে ভাতা পাবেন তা শীঘ্রই জাতিকে অবহিত করা হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে সার্কিট হাউজের দ্বিতল ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাজেটে যে টাকা বরাদ্ধ দেয়া হয়েছে, তাতে সকল মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে ভাতা প্রদান করলে ১০ মাস ভাতা প্রদান করা যাবে। তাই এ বিষয়ে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত চুড়ান্ত হলে ভাতার পরিমাণ বলা যাবে।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কামিটির সভাপতি এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের বিদায়ী জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম, গাজীপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়াসহ স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।