Jhenidah manob pacherkarik arrest Photo 02-07-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০২ জুলাই: ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রাম থেকে তরিকুল ইসলাম (২৩) নামের এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম ওই গ্রামের তোবার হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, চট্টগ্রামের পতেঙ্গা থানায় মানব পাচার মামলার আসামী ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামে অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ। সেসময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি ঢাকা সিআইডিতে তদন্তাধিন রয়েছে সিআইডির রিকুইজিশন অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।