Jhenidah money distribution Photo 02-07-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০২ জুলাই: ঝিনাইদহ পৌরসভার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চতর প্রতিষ্ঠানের প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাছে উপবৃত্তির চেক প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদাণ করেণ শহর সমাজ সেবা অধিদপ্তর।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খলিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এসময় উপস্তিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক এম এ মতিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোমিনুর রহমান, সহ-সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান। অনুষ্ঠানে ৬৫ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৬৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।