national-university1-1

দৈনিকবার্তা-গাজীপুর, ২ জুলাই: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষবর্ষ (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন আগামী ৫ জুলাই (রবিবার) বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে। এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।

যে সকল শিক্ষার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। রিলিজ স্লিপে আবেদনের জন্য শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট( www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd ) এ লিঙ্কে অঢ়ঢ়ষরপধহঃ’ং খড়মরহ (গধংঃবৎ ঋরহধষ) অপশনে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে খড়মরহ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।