news_img

দৈনিকবার্তা-ঢাকা, ১ জুলাই: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ অর্থবছর পর ২০১৪-২০১৫ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।এ অর্থবছরে রাজস্ব লক্ষমাত্রা ছিল ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা। সেখানে ২০ জুন, ২০১৫ পর্যন্ত ১ লাখ ৩৬ ২শ’ ৬৬ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে করা এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ২০১৪-২০১৫ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি এর আগের অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৭৯ শতাংশ বেশি।