pc-3_140506

দৈনিকবার্তা-নোয়াখালী, ১ জুলাই: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাজারে শ্যামল চন্দ্র শীল (৪৫) নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শ্যামল চন্দ্র শীল সোনাইমুড়ী পৌরসভার স্টেশন এলাকার গোপাল চন্দ্র শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত শ্যামল চন্দ্র শীল পল্লী চিকিৎসক হয়ে নামের সাথে ডাক্তার পদবী ব্যবহার, ৭০ টাকা মূল্যের ঔষধ ১’হাজার থেকে ১৫’শ টাকা পর্যন্ত বিক্রি, নিজে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে তার প্রতিষ্ঠান জয়গুরু ফার্মেসীতে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০হাজার টাকা জরিমানা এবং একই সাথে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন জরিমানা ও কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।