দৈনিকবার্তা-রাজশাহী, ০১ জুন ২০১৫: মতিহারের সবুজ চত্বরকে আরো প্রাণবন্ত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে৷
বুধবার সকাল সাড়ে ৯টায় বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের পশ্চিম সড়কের পাশ্বর্ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়৷ উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন৷এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব প্রফেসর সাবরিনা নাজসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷