দৈনিকবার্তা-ঢাকা, ১ জুলাই: রাজধানীর মগবাজার থেকে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাড্ডা থেকে অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। ছিনতাই ও হত্যা মামলায় জড়িত ৬ আসামী গ্রেফতারডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ রাজধানীর বাড্ডা থানার চ/১০৩, মুন্সিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হচ্ছে মো. ওরম ফারুক ওরফে আল আমিন, শ্রী পবিত্র সমাদ্দার, মো. রাকিব, জহিরুল ইসলাম ওরফে জাকির, রিফাত হোসেন ও জাকির হোসেন।এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি মোটর সাইকেল এবং ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২৪ মে দুপুর ১টা ৫ মিনিটে মগবাজারে এ্যাকুয়ামেনির ডিস্ট্রিবিউশন লিমিটেডের অফিস কর্মী সেলিম আক্তারকে গুলি করে ৩৩, ২৬, ৫০৭ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
উল্লেখ্য, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলটি মগবাজার ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হয়েছিল।এছাড়াও গত ৮ মে বেলা ২টা ৩০ মিনিটে গ্রেফতারকৃত আসামী মো. ওমর ফারুক আল আমিন, জহিরুল ইসলাম ওরফে জাকির, মো. রাকিব ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন সন্ত্রাসী ভিকটিম রুবেল হোসেন ওরফে মিন্টুকে ৩৩৫/ছ, টিভি রোড কর্নারের সামনে গুলি করে ফেলে যায়। স্থানীয় জনগণ ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগের ডিসি মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশনায় এডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদুল হক তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।পুলিশ বলছে, আটক ছয়জন ‘সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য’ বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, বাড্ডা থানাধীন মুন্সিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে ওই আটজনকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি, একটি মোটর সাইকেল এবং ৩০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি। গত ২৪ মে দুপুরে মগবাজারের অ্যাকুয়া মেরিন ডিস্ট্রিবিউশনের হিসাব রক্ষক সেলিম আক্তারকে গুলি করে ৩৩ লাখ ২৬ হাজার ৫০৭ টাকা ছিনিয়ে নেয় কয়েকজন যুবক। প্রকাশ্য দিবালোকে মগবাজার মোড়ের কাছেই ব্র্যাক ব্যাংকের শাখার সামনে এ ঘটনা ঘটে।
যুগ্ম কমিশনার মনিরুল বলেন, আটকরা ওই ঘটনা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এর বাইরেও তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, আটকদের মধ্যে ওমর ফারুক গত ৮ মে রামপুরা টিভি রোডের সামনে সহযোগীদের নিয়ে রুবেল নামের এক যুবককে গুলি করে হত্যা করে।অন্যদের মধ্যে পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সাজ্জাদুর রহমান ও মাশরেকুর রহমান খালেদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।