1435750557

দৈনিকবার্তা-ঢাকা, ১ জুলাই: দীর্ঘ ১৭ বছর পর পিরোজপুরের আলোচিত বাদল সরদার হত্যা মামলার রায় দিয়েছে আদালত। এই রায়ে চারজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজনের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার বিকেলে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এস সোলায়মান এই আদেশ দেন।মামলায় মোট ১৫ জন আসামির মধ্যে অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়।ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- শহীদ সিকাদার, নিজাম সিকাদার, দুলাল সিকাদার ও বাদল সিকাদার।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হারুন সিকদার, সালাম সিকাদার এবং মিনু সিকাদার।

অভিযুক্তদের মধ্যে ফিরোজ, জলিল, কামাল, মিন্টু, গোপাল ও সেলীকে বেকসুর খালাস দেয়া হয়। অপর দুই আসামি মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় মারা যায়।মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সনের ১ সেপ্টেম্বর রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে বাদল সর্দারকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় পর দিন বাদলের বাবা জামাল উদ্দিন সরদার বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ৩০২/৩৪ ও ৩২৪ ধারায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ১৯৯৯ সনের ২৬ মে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। এরপর আসামিপক্ষ পিরোজপুর আদালতে বাদী পক্ষ প্রভাব বিস্তার করবে জানিয়ে হাইকোর্টে আবেদন জানালে হাইকোর্ট মামলাটি ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে বিচারের নির্দেশ দেয়।

২০০৩ সনের ০৫ জুন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে বিচারের কার্যক্রম শুরু হয়। ১৭ বছর পর সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় প্রদান করা হলো।সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট এম আলম খান কামাল এবং আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুর রশিদ সিকদার।