দৈনিকবার্তা-ঢাকা, ১ জুলাই: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে আমি কোনো কথা বলবো না। যা হচ্ছে যা ঘটছে সবই তোমরা দেখছো। তবে আমি বলতে চাই,কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না। সবার সমস্যার সমাধান করা হবে।বুধবার দুপুরে পাঠ্যপুস্তক ভবনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নতুন বইয়ের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বই উদ্বোধন েেশষে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে ছিটমহলের শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। সেই সঙ্গে ছিটমহলগুলোতে স্কুল খোলার বিষয়ে সরকার উদ্যোগ নেবে।অনুষ্ঠানে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ-এ দু’টি বইয়ের পরিমার্জিত সংস্করণ এবং ইংলিশ ফর টুডের নতুন সংস্করণ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এদিকে, নতুন শিক্ষাবর্ষে, আজ একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও, অধিকাংশ কলেজেই তা শুরু হয়নি।ভর্তি প্রক্রিয়া নিয়েও বিড়ম্বনায় পড়েছেন, শিক্ষার্থী-অভিভাবকরা। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন কলেজে খোঁজ নিয়ে দেখা গেছে, এখনও ভর্তি প্রক্রিয়াই শেষ করতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বলছেন, অনেকে এখনও হাতে পাননি তাদের ট্রান্সক্রিপ্ট। পাশাপাশি, আজ ব্যাংক বন্ধ থাকায়; ভর্তির টাকা জমা দেয়া যাচ্ছে না। তাই ভর্তির সময় বাড়ানোর দাবি জানিয়েছেন, শিক্ষার্থীরা। যদিও বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।