দৈনিকবার্তা-রাজশাহী, ০১ জুলাই ২০১৫: রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা ও সমস্যাসমূহ চিহ্নিতকরণের লক্ষ্যে ওয়ার্ড সচিবদের সাথে এক মতবিনিময় সভা আজ দুপুরে নগরভবনের সরিত্ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে৷সভায় বক্তব্য রাখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম বলেন, আলস্নাহ্তায়ালা যতদিন আমাকে মেয়রের দায়িত্ব পালনের জন্য রেখেছেন, ততদিন আমি সকলের সহযোগিতায় কাজ করতে চাই৷ রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে নতুন কোন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হচ্ছে না৷
অর্থনৈতিক সংকট মোকাবেলায় আয় বৃদ্ধি করতে হবে৷ এজন্য পাড়া-মহলস্নায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের ট্রেড লাইসেন্স করার জন্য উদ্বুদ্ধু করতে হবে৷ এতে করে তারা ব্যবসার বৈধতা পাবে৷ রাসিকেরও আয় বৃদ্ধি পাবে৷এ ক্ষেত্রে ওয়ার্ড সচিবদের ভূমিকা পালন করতে হবে৷ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রাসত্মা এবং ফুটপাতের উপর নির্মাণ সামগ্রী ফেলে না রাখা, ড্রেন বা যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য জনগণকে সচেতন করতে হবে৷রাসত্মার পাশে বা ফুটপাতে ফেলে রাখা নির্মাণ সমগ্রী সামগ্রী সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হবে৷ এরপরেও যদি নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয় তাহলে রাজশাহী সিটি কর্পোরেশন নিজ দায়িত্বে তা অপসারণ করে ফি আদায় করা হবে৷
আসন্ন ঈদুল ফিতরে অনেকে রাজশাহীতে আসবেন৷ তারা যেন রাজশাহীকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে পাই এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে৷ গ্যাস ও পানি সংযোগ দেয়ার কারণে কর্তনকৃত রাসত্মাগুলো রাবিস দিয়ে মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ওয়ার্ড সচিবদের নির্দেশ প্রদান করেন তিনি৷রাজশাহী সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্বাস আলী সরদার, সচিব সৈয়দা জেবিননিছা সুলতানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ও ওয়ার্ড সচিববৃন্দ সভায় উপস্থিত ছিলেন৷