দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুন: ১৫ বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য হালনাগাদ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।দুই ধাপের এ কার্যক্রমে প্রথম ধাপে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে ২৫ জুলাই (শনিবার)। আর দ্বিতীয় ধাপে শুরু হবে ২২ অক্টোবর (বৃহস্পতিবার)। এতে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে ৭২ লাখ নাগরিকের তথ্য নেবে ইসি।
তথ্য সংগ্রহ করাদের মধ্যে যাদের ১৮ পূর্ণ হবে তাদের ভোটার হিসেবে তালিকাপ্রকাশ হবে ২০১৬’র ১ জানুয়ারি। এরপর থেকে প্রত্যেক বছর জানুয়ারিতে ১৮ পূর্ণদের ভোটার হিসেবে তালিকা ক্রমান্বয়ে তৈরি হতে থাকবে। মোট ৮১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এ কার্যক্রমে।এ বিষয়ে মঙ্গলবার (৩০ জুন) ইসির সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার পরিপত্র জারির মাধ্যমে সারাদেশের সব থানা-উপজেলা-জেলা কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।জানা যায়, নিবন্ধন কার্যক্রমে ১৫ থেকে ১৭ বছর বয়সী সব নাগরিকদের তথ্য সংগ্রহ করবে ইসি। এতে বয়স প্রমাণের জন্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড আমলে নেওয়া হবে, আর তা না থাকলে জন্ম সনদও বিবেচ্য হবে। এসব নাগরিকরা ১৮ পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং ভোট দিতে পারবেন।
এছাড়া পরবর্তীতে শুন্য থেকে ১৫ বছরের কম বয়সী নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্র দেবে ইসি। এতে প্রথম ভাগে শুন্য থেকে ৬ মাস, দ্বিতীয় ভাগে ৬ মাস থেকে ৬ বছর বয়স পর্যন্ত, এরপর ৬ বছর থেকে ১২ বছর বয়সীদের আওতায় আনা হবে।বর্তমানে দেশে ভোটার আছেন ৯ কোটি ৬২ লাখের মতো। এর মধ্যে পরিচয়পত্র দেওয়া হয়েছে ৯ কোটি ২০ লাখের। তবে এখনও ভোটার আইডি কার্ড হাতে পাননি ৪২ লাখের মতো নাগরিক। তাদের কার্ড না দিয়েই আবার নতুন করে হালনাগাদ শুরু করছে ইসি।