LAlPur Fencidil Areest News 30-6-15
দৈনিকবার্তা-নাটোর, ৩০ জুন ২০১৫:
 
নাটোরের লালপুর থানা মঙ্গলবার সকালে ২০২ বোতল ফেনসিডিল বহনের সময় এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে। উপজেলার পুরাতন ডাক বাংলোর সামনে পুলিশ যানবাহন তল্লাশীর সময় তাদের আটক করে।আটককৃতরা হলো, বাঘা উপজেলার কিশোর পুর গ্রামের কামরুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২৩) ও আমজেদ হোসেনের ছেলে বুলবুল আহম্মেদ (১৯)।এদের মধ্যে বুলবুল ভোকেশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। তবে সম্প্রতি বখাটে বনে গিয়ে সেও ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে।লালপুর থানা পুলিশ সূত্র জানায়, সকালে উপজেলার পুরাতন ডাক বাংলোর সামনে তাদের একটি দল যানবানহন তল্লাশি শুরু করে। এসময় বাঘা থেকে ছেড়ে আসা সবুজ রংয়ের একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে পুলিশ সন্দেহজনকভাবে মিনারুল ও বুলবুলকে আটক করে।

এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্লাস্টিকের সবুজ রংয়ের ক্যারোটে তল্লাশী চালিয়ে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এব্যাপারে লালপুর থানার ওসি তদন্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘আটককৃত ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।তাদের বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।এদিকে লালপুর থানা পুলিশ সূত্র আরো জানায়, আটক দুজনের মধ্যে বুলবুল স্কুল শিক্ষার্থী। তার মতো উপজেলায় আরো বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও ফেনসিডিল ব্যবসা এবং সেবনের সঙ্গে জড়িয়ে পড়েছে। বিষয়টি খবুই উদ্বেগ হারে বাড়ছে বলেও জানান থানা পুলিশের একাধিক কর্মকর্তা।