দৈনিকবার্তা-রাজশাহী, ৩০ জুন ২০১৫: ভারতের বিভিন্ন কারাগারে থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পথে রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।এরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার বাকরা গ্রামের ইসহাক মোল্লার ছেলে ইউসুফ আলী (২৫), দিনাজপুরের কাহারুল উপজেলার কাঁঠালিয়া গ্রামের লক্ষণ রায়ের ছেলে দিলিপ রায় (২০), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের হজরত আলী মন্ডলের ছেলে বজলু মন্ডল (২৬), পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী এলাকার আক্কাস আলীর ছেলে আবুল হোসেন (২৭), ঠাকরগাঁও’য়ের বালিয়াডাঙা উপজেলার সালডাঙা গ্রামের বুদু হকের ছেলে জহিরুল ইসলাম (২৪), একই উপজেলার তারানিবাড়ি গ্রামের হারুণ-অর-রশিদের ছেলে আশরাফুল হক (২৭), মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সুতখিরা গ্রামের দুখু মিয়ার ছেলে আলতাফ হোসেন (২৬), একই গ্রামের মমিন আলীর ছেলে আওলাদ হোসেন (২৬), বাগেরহাটের রাখেন্দাবাজার উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৃত নওশের মোল্লার ছেলে তুষার মোল্লা ওরফে মিলন (২৬) এবং চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় এলাকার নূর বাসারের ছেলে মোহাম্মদ নূর (৩১)।
বিজিবি’র ৩৭ ব্যাটালিয়নের গোদাগাড়ীর সাহেবনগর সীমান্ত ফাঁড়ির নায়েক রফিকুল ইসলাম জানান, আটককৃতরা বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়ে ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এরপর তারা ভারতের বিভিন্ন কারাগারে কারাভোগ করেন। সেখানে তাদের সাজার মেয়াদ শেষ হলে সোমবার দিবাগত রাত ২টার দিকে চর আষাড়িয়াদহ সীমান্তের বিপরীতে ভারতের ৪ বিএসএফ এর চর লবণগোলা ক্যাম্পের সদস্যরা তাদের কাঁটাতারের বেড়া পার করে পানিতে নামিয়ে দেয়। সেখান থেকে বিজিবি’র একটি টহলদল তাদেরকে আটক করে।তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী আটককৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা রয়েছে।