bogra_sm_173007057

দৈনিকবার্তা-বগুড়া, ৩০ জুন:  প্রতিনিধি : বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে আওয়ামীলীগ নেতাকর্মীদের ভাঙচুর ও ইউএনও লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিকসহ ৩৬ নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহকারী রুহুল আমিনের দায়ের করা অভিযোগটি সোমবার রাতে এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের বারেকের দোকান সংলগ্ন ঈদগাহ মাঠ হতে ২য় বাইপাস মহাসড়ক পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য চলতি অর্থ বছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় ৪ টন চাল বরাদ্দ দেয়া হয়। ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বাচ্চু কাজ করার উদ্দেশ্যে ইতিপুর্বে ১ম কিস্তির ২ টন চাল উত্তোলন করেন। কিন্তু ওই রাস্তায় আগেই এলজিএসপি’র আওতায় কাজ হওয়ায় নতুন করে কোন কাজ করতে হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে অভিযোগ আসায় তার নামে বরাদ্দকৃত ২য় কিস্তির ২টন চালের ডিও (ডেলিভেরী অর্ডার) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আটকে দেয়া হয়।

গত রাববার দুপুরে ইউপি সদস্য আব্দুল মান্নান বাচ্চু আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে তার নামে বরাদ্দকৃত চালের ডিও নেয়ার জন্য গিয়ে হৈচৈ করেন। এসময় প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে তাকে ডিও’র ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়। এরপর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের নেতৃত্বে আওয়ামীলীগের একদল নেতাকর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে চেয়ার, টেবিল ভাঙচুর করেন। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লক্ষ্য করে ফুলদানি ছুঁড়ে মারেন বলে তিনি অভিযোগ করেছেন।