দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুন ২০১৫: চা গম আমদানির দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেছে বিএনপি৷ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা জানান৷গম কেলেংকারির ঘটনায় খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে তিনি বলেন, আমরা আগেই বলেছি কামরুল ইসলামকে স্বপদে বহাল রেখে তদন্ত সঠিক হবে না৷ কামরুল ক্ষমতায় থেকে একটি লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে যাতে কোন সঠিক তথ্য উঠে না আসে৷ লোক দেখানো তদন্ত কমিটিতে ৩১টি গুদামের মধ্যে ৮টি গুদামের গম খারাপ এসেছে৷ বাকী গুলোর গম ভাল বলে দাবি করা হয়েছে৷বিএনপি নেতা ড. রিপন আরো বলেন, সরকার মানুষের সঙ্গে মশকরা করছে৷ আমদানী করা পচা গম পুলিশকে দিয়েছিল সরকার৷ পুলিশ সাহসের সঙ্গে পচা গম ফেরত দিয়েছে৷ সেই পচা গম গরিব মানুষকে দেয়া হচ্ছে৷ তাহলে এ সরকার কি ধণীদের সরকার৷ আমদানি করা গম ওজনে কম, মান ভাল না হওয়ায় কেন তা ফেরত্ দেওয়া হল না৷ সরকার কাদের স্বার্থে এই পচা গম ক্রয় করছে৷
বিএনপির এই নেতা সরকারের উদ্দেশে বলেন, সরকারের মন্ত্রিপরিষদ থেকে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে বাদ দিলে সরকারের কোন ক্ষতি হয় না৷ বরং সরকারের ইমেজ বাড়ে৷মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন হওয়ার পরও মুক্তি না হওয়ায় সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনদের আমলে আইনের হাতের চেয়ে প্রশাসনের হাত বড় বিধায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে না৷তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলছে না৷ বিচার বিভাগ স্বাধীন নয়৷ মির্জা ফখরুলের মুক্তি পেতে কোন বাধা ছিল না৷ তিনি সব মামলায় জামিন পেয়েছেন৷সরকার পক্ষ জামিন বাতিলের আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বে জামিন বহাল থাকে৷ সরকার পক্ষ চেম্বারজজ আদালতে আবার আবেদন করে মির্জা ফখরুলের মুক্তিতে বাধা সৃষ্টি করছে৷তিনি বলেন, সরকার যদি মনে করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দুর্বল করবে তাহলে তারা ভুল করবে৷ মিথ্যা মামলায় বিরোধী দল দুর্বল হয় না বরং সরকারই দুর্বল হয়৷
কামরুল ইসলামের উদ্দেশে করে আসাদুজ্জামান রিপন বলেন,’গমের প্রতিটি বস্তার ৭২ কেজি গম ছিল না৷ আর গমও ছিল নিম্নমানের৷ কিন্তু এত কিছুর পর গম কেন ফেরত দেয়া হলো না৷ এই বিষয়টি জাতি আপনার কাছ থেকে জানতে চায়৷ আশা করি, লাজ লজ্জার বালাই থাকলে আপনি পদত্যাগ করবেন৷তিনি বলেন, গরীব মানুষদের জন্য পচা গম আমদানি করে কামরুল যে কেলেঙ্কারি ঘটিয়েছেন এজন্য মন্ত্রিসভা থেকে তাকে বাদ দিলে সরকারের ভাবমূর্তি আরো বাড়বে৷পচা ও খারাপ গম রিসিভ না করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, গরীব মানুষের জন্য এসব গম এনে তাদের সঙ্গে রসিকতা করা হয়েছে৷ এরা কি মানুষ না?রিপন বলেন, ‘দুর্নীতিবাজ মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখলে সরকারের ভাবমূর্তি কমে যায়, এটা সরকারের বোঝা উচিত৷সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, দলের সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ৷