দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৩০ জুন: ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷এ উপলক্ষে আজ মঙ্গরবার দুপুর ১২টায় জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বণর্াঢ্য র্যালি বের হয়৷ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়৷প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সূর্য মুর্মুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নির্বাহী অফিসার, আশরাফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাড. ইমরান চৌধুরী প্রমুখ৷বক্তারা সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান৷