Jhenidah Mbile courte Photo 30-06-15 (5)

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ৩০ জুন: ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় অভিযান চালিয়ে চানাচুর ও গ্রীস তৈরীর ফ্যাক্টারীতে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এ অভিযান চালায়। আদালত সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা প্রশাসন গোপন সংবাদের জানতে পারে যে, শহরের পবহাটি এলাকায় একটি চানাচুর ফ্যাক্টারীতে নোংরা পরিবেশে চানাচুর কর হচ্ছে এবং গ্রীস ফ্যাক্টারীতে অনিময় করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত ওই দুই ফ্যাক্টারীতে অনিয়ম পেলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১১ হাজার টাকা জমিরানা করে। মোবাইল কোর্টে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের সেনেটারী ইন্সপেন্টর আবুল হাশেম উপস্থিত ছিলেন।