দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুন: রাজধানীর ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি করে দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বখতিয়ার আলম রনিকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে আরো দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালত আজ শুনানি শেষে এ আদেশ দেয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিপক কুমার দাস রনিকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে তৃতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে গত ২৪ থেকে ২৭ জুন ও ৯ থেকে ১২ জুন দু’দফায় চারদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রনিকে।বখতিয়ার আলম রনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে গত ১৫ এপ্রিল রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলা তদন্তে গত ২৪ মে দায়িত্ব দেয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর রনিকে জিজ্ঞাসাবাদে আরো দু’দফায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এ মামলায় ইতোমধ্যে গাড়িচালক ইমরান ফকির ও ঘটনার সময় গাড়িতে থাকা রনির বন্ধু কামাল মাহমুদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।