Gazipur-(3)- 30 June 2015-Child Marrize news

দৈনিকবার্তা-গাজীপুর, ৩০ জুন ২০১৫: গাজীপুরে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি, ক্যাম্পেইন ও প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান ও জনকল্যাণ মহিলা সংস্থার সভানেত্রী রওশনারা বেনজিরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন বেসরকারি পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ র‌্যালিতে অংশ নেন। এর আগে সদর উপজেলার কুমুন বাজারে বাল্য বিবাহ প্রতিরোধে অপর এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা আক্তার, কুমুন বাজার কমিটির সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, গাজীপুর সদর পরিবার পরিকল্পনা অফিসার ফৌজিয়া আসমত প্রমুখ উপস্থিত ছিলেন।