news_picture_21126_anisul-2

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুন: কোরআন-সুন্নাহবিরোধী আইন করবে না সরকার। এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।সম্পত্তি বণ্টন সংক্রান্ত বিদ্যমান মুসলিম আইনের সংশোধনী বিষয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিদ্যমান মুসলিম আইনের বিধান অনুযায়ী সম্পত্তির যে বিলি-বণ্টন ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে ভিন্নরূপ কোনও সিদ্ধান্ত সরকারের নেই। বিদ্যমান নিয়ম পরিবর্তন বা পরিবর্ধন করে কোনও অধ্যাদেশ জারি করার পরিকল্পনাও সরকারের নেই।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৫ সালের ২২ জুন পর্যন্ত মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের অধীন ২ হাজার ৩৫টি মামলা দায়ের হয়েছে।তিনি সংসদে সরকারি দলের সদস্য মোঃ মামুনুর রশিদ কিরনের এক প্রশ্নের জবাবে আরো বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ৪১৯টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ১ হাজার ৬১৬টি মামলা বিচারাধীন রয়েছে।

মন্ত্রী বলেন,মানব পাচার ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।মানব পাচার সংক্রান্ত মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার ৭টি বিভাগীয় শহরে ৭টি পৃথক মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।সরকারি দলের সদস্য মোঃ আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সং¯’ার ৬৪টি জেলার লিগ্যাল এইড অফিসার বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকেন। এছাড়া প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠনের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, পেট্রোল বোমা দিয়ে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার করা হবে।

তিনি সংসদে সরকারি দলের সদস্য মোঃ আবুল কালামের এক প্রশ্নের জবাবে আরো বলেন, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর আওতায় এসব নাশকতাকারীদের বিচার করা হবে। সরকারি দলের সদস্য তালুকদার মোঃ ইউনুসের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, হরতাল ও অবরোধ বন্ধ করার লক্ষ্যে কোন আইন প্রণয়নের পরিকল্পনা আপাতত সরকারের নেই।তিনি বলেন, হরতাল, অবরোধ ও বিভিন্ন প্রকার নাশকতার নামে দেশের জনসাধারণ ও তাদের জানমাল যারা ধ্বংস করেছে তাদেরকে বিদ্যমান সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এনে শাস্তির বিধান রয়েছে।

তিনি বলেন, এই আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বিগত দিনগুলোতে সংঘটিত বিভিন্ন নাশকতামূলক অপরাধের জন্য সারাদেশে মামলা দায়ের করা হয়েছে। এই মামলাসমূহের বিচার কার্য যাতে থেমে না থাকে সেজন্য সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিধান অনুযায়ী সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মামলা বিচারকার্য পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, কোন মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে তা তদন্তপূর্বক প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।

সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, দেশে মুসলিম সম্প্রদায়ের জন্য ৬ হাজার ২৪৯ জন নিকাহ রেজিস্ট্রার এবং হিন্দু সম্প্রদায়ের জন্য ৫১৬ জন বিবাহ নিবন্ধক রয়েছে।তিনি বলেন, গত ২০১৪-২০১৫ অর্থবছরে বিবাহ রেজিস্ট্রার খাত থেকে বাৎসরিক ফি, বিবাহ নিবন্ধন ফি ও লাইসেন্স ফিসহ সর্বমোট ১ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৩০১ টাকা সরকারের আয় হয়েছে।