দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুন ২০১৫: ন্দরনগরী চট্টগ্রামে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করে কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করতে চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার৷ মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে সেতু বিভাগের পক্ষে সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম এবং সিসিসিসি প্রতিনিধি এ চুক্তিতে সই করেন৷এ সময় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চীনের পরিবহন মন্ত্রী চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এ ছাড়া বেইজিং সফররত পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান দীপু মনি এমপি বেইজিংয়ে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচলক রুহুল আমিন সিদ্দিক, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমদসহ দূতাবাসের কর্মকর্তাগণ উপসিত ছিলেন৷
সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন৷ চীনের পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এ টানেল নির্মাণ চুক্তি স্বাৰর অনুষ্ঠানে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং চীনের পরিবহন মন্ত্রী ইয়াং চুয়ানতাগ উপস্থিত ছিলেন৷ চুক্তিপত্রে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং সিসিসিসি’র চেয়ারম্যান লিউ কুইতাও নিজনিজ পক্ষে স্বাক্ষর করেন৷চুক্তি স্বাক্ষরের আগে দু’দেশের প্রতিনিধিদলের মাঝে দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়৷ এ আলোচনায় দু’দেশের মন্ত্রীদ্বয় নিজনিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন৷
দ্বি-পাক্ষিক আলোচনায় মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে সড়ক, সেতু, বিদু্যত্ ও কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগ এবং অর্থায়নের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান৷মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কর্ণফুলী টানেল চট্টগ্রাম অঞ্চলের মানুষের স্বপ্নের প্রকল্প৷ এ প্রকল্প বাসত্মবায়িত হলে বদলে যাবে চট্টগ্রামসহ দেশের অর্থনীতির চালচিত্র৷