Press-29-06-2015 (5)

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুন: গত ২৮/৬/২০১৫ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের ০২ সদস্যকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম ১। মোসাব্বিরুল হাসান @ দীপু ও ২। নিপু চন্দ্র দে। এ সময় তাদের হেফাজত হতে মোটরসাইকেল চুরি কাজে ব্যবহৃত ০১টি ছাই রংয়ের প্রাইভেট কার ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাইভেট কারের রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১১-৪৫০৫ এবং মোটরসাইকেল রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-১৯-০৯৪৮।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা এবং ঢাকার আশপাশ এলাকা থেকে বিভিন্ন সময় ১০/১২ টি মোটরসাইকেল চুরি করে। উল্লেখ্য যে, এর আগে আসামী দীপু চন্দ্র মোটরসাইকেল চুরি মামলায় তেজগাঁও থানায় গ্রেফতার হয়েছিল। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।