দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুন ২০১৫: প্রথমবারের মতো দেশে আগত প্রবাসী আয় ( রেমিট্যান্স)১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেল। রেমিট্যান্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম এগারো মাস এবং পরবর্তী মাসের ২৬ দিনে মোট ১ হাজার ৫১২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার (১৫.১২৮ বিলিয়নের বেশি) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্র নীতি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশে আগত রেমিট্যান্স এটি নতুন রেকর্ড। এর আগে ২০১২-২০১৩ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে এসেছিল। ওই বছর রেকর্ড সাড়ে ১৪ বিলিয়িন মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছিল প্রবাসীরা। আর এবার অর্থবছর শেষ হওয়ার ৪ দিন বাকি থাকতেই রেমিট্যান্স ১৫ বিলিয়ন ছাড়িয়ে গেল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৭ কোটি ৭৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। একইসাথে চলতি জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ১০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।এতে আরও দেখা যায়, এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। আর এ ধারায় সামগ্রিকভাবে দ্বিতীয় এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে আছে অগ্রণী ব্যাংক।তবে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বরাবরের মতোই শীর্ষে আছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।