দৈনিকবার্তা-রাজশাহী, ২৯ জুন: রাজশাহী মহানগরীর হতদরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ সরবরাহের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন আজ থেকে নগরীর ১০টি ওয়ার্ডে রেড কার্ড বিতরণ শুরু করেছে। এদিন সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম ১,২,৩,১২,১৩,১৪,১৫,১৮,১৯ ও ২০নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে রেড কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট পি-১ এর আওতায় উপরোক্ত ১০টি ওয়ার্ডের ১০ হাজার ৬শ ৪৬জন হতদরিদ্র পরিবারকে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। প্রকল্প বাস্তবায়নের কাজ করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার্স (রিক)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমরা সবাই মানবতার সেবায় নিয়োজিত। মহান আল্লাহ্তায়ালার কৃপায় আমরা এ সেবাই নিয়োজিত হবার সুযোগ পেয়েছি। যথাযথভাবে সেবা কার্যক্রম সম্পাদন করতে সবাইকে সচেতন থাকতে হবে। সেবা প্রদানে যেন কোনভাবেই অনিয়ম না হয়।
সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ দিয়ে মেয়র বলেন, লাল কার্ডধারী পরিবারের সদস্যরা যেন ঠিকমত বিনামূল্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে ঔষধ পান সেভাবেই প্রেসক্রিপশন করতে হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতা গ্রহণের আহবান জানান তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সৈয়দা জেবিননিছা সুলতানা। বক্তব্য উপস্থাপন করেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক হোসেন রতন, রিকের প্রকল্প ব্যবস্থাপক কায়সার পারভেজ আশরাফী। রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, রিকের কর্মচারীবৃন্দ, লাল কার্ডধারী সেবাগ্রহিতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।