Rajshahi Jakat News 29-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ২৯ জুন: রাজশাহী মহানগরী ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য এ বছরের ফিতরা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী জামেয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসায় ফিতরার পরিমাণ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আল জামিয়া আল ইসলামিয়া কাসেমী মাদ্রাসার মোহতামীম মওলানা ছলিমুদ্দিন কাসেমী। সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীর বাজারে ৩০ টাকা কেজি গমের দাম হিসাবে ১ কেজি ৬৫০ গ্রাম গমের মূল্য ৫০ টাকা ধরে ফিতরা নির্ধারণ করা হয়। এছাড়া খেজুরের দামে ৬৬০ টাকা ও কিসমিসের দামে ১ হাজার ৩২০ টাকা সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়।

এর আগে প্রতি বছরের মতো এবারও রোববার বাদ আছর মহানগরীর দরগাপাড়া জামেয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসায় এক ছওয়াব রেছানী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাদরাসা অধ্যক্ষ মুফতী মওলানা মোহাম্মদ শাহাদত আলী। বয়ান করেন মাদরাসার শিক্ষক এবং তেলাওয়াতে কোরআন ও হামদ-নাথ পরিবেশন করেন শিক্ষার্থীরা। ছওয়াব রেছানী, ইফতার মাহফিল ও ফিতরা নির্ধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ও জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসা সভাপতি জাকির হোসেন, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুস সাকুর, পরিচালক মাহবুবুল আলম, রাসিক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান টুলু, বাংলাদেশ বেতার রাজশাহীর সিনিয়র উপপরিচালক হাসান আখতার, হযরত শাহ মখদুম দরগাহ মসজিদের খতিব ও পেশ ইমাম মওলানা মোস্তাফিজুর রহমান, ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি অ্যাডভোকেট আবুল কাসেম প্রমুখ।