1414645818

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুন: ২৮/৬/২০১৫ তারিখ রবিবার রাতে রাজধানীর গুলশান এলাকা হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। মাইক্রোবাস নং-ঢাকা মেট্রো চ-১৩-৪৩০৫। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মাযহারুল ইসলাম পিপিএম জানান, গত ২২/৪/১৫ খ্রিঃ তারিখ তেজগাঁও ডিবি পরিচয়ে একটি চক্র উপরোক্ত মাইক্রোবাসটি ব্যবহার করে একটি ঔষধ কোম্পানীর প্রায় নয় লক্ষ টাকার কাঁচামাল ছিনতাই করে নিয়ে যায়। এরপর এ সংক্রান্তে ২২/৪/২০১৫ খ্রিঃ তারিখ তেজগাঁও থানায় একটি মামলা হয়। তদন্তের এক পর্যায়ে পুলিশ ঘটনার সাথে জড়িত মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হয়। লুণ্ঠিত মালামাল ও ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।