দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুন ২০১৫: মূসক অব্যাহতি সীমা ২৪ লাখ থেকে ৩০ লাখে বাড়িয়ে এবং কিছু নিত্যপণ্য ও ওষুধের ওপর মূসক অব্যাহতির ব্যবস্থা রেখে মূসক ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সকালে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইয়া।মন্ত্রিপরিষদ সচিব বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কোর্ট ফি পরিশোধ ও জরিমানা হার ৫০০ টাকা থেকে ৫০ হাজারে নির্ধারণ করে কোর্ট ফিসংশোধন আইন, ২০১৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এছাড়া, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন-২০১৫এর খসড়ার নীতিগত অনুমোদিত হয়েছে। চিকিৎসা ব্যবস্থাকে আরো আধুনিক করতে ও আইনে বিধিমালা প্রণয়নের স্বার্থে এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মোশাররাফ হোসাইন।
এ আইনে দুটি সংশোধন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মূসক আইনে মূসক অব্যাহতির সীমা ২৪ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৩০ লাখ টাকা করা হয়েছে।এছাড়া মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত দুই ধরণের পণ্য মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। সরিষার তেল, চিনি, আখের গুড় এবং সারের মূসক অব্যাহতি করার কথা বলা হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, জীবন রক্ষাকারী ওষুধ যেমন- ইনসুলিকন ও ইনসুলিক এর লবন, জন্মনিরোধোক ইনসুলিন, ক্যান্সারনিরোধক ওষুধ, কিডনি ডায়ালাইসিস সলিউশন ও ফাস্ট এইড বক্স এর সরবরাহ ও আমদানিতে মূসক অব্যাহতি দেওয়া হচ্ছে সংশোধিত আইনে।তিনি বলেন, ১৮৭০ সালের এই আইনটি অনেক পুরনো। তাই এ আইনটি সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। এই আইনে কোর্ট ফি পরিশোধের বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং জরিমানার হার বাড়ানো হয়েছে। আইনটি কার্যকর হলে ই প্রেমেন্টের মাধ্যমে অনলাইনে কোর্ট ফি জমা দেয়া যাবে। এতে জালিয়াতি রোধ, ব্যয় কম এবং ভোগান্তি কমবে।
এ আইনে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্ট্যাম্প বিক্রি কিংবা জালিয়াতি করলে ৬ মাস জেল অথব ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আগে এই অপরাধে মাত্র ৫০০ টাকা জরিমানার বিধান ছিলো। ই-পেমেন্টের মাধ্যমে অনলাইনেই স্ট্যাম্প কেনা ও জমা দেওয়া যাবে এমন বিধান রেখে ‘দ্য কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৫’ খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ে এ আইনের খসড়াটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।আগের আইনে অনুমোদন ছাড়া স্ট্যাম্প বিক্রি করলে ৫০০ টাকা জরিমানার বিধান ছিল। সংশোধিত আইনে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।তিনি বলেন, এই আইন কার্যকর হলে ই-পেমেন্টের মাধ্যমে কোর্ট ফি জমা দেওয়া যাবে। এর ফলে স্ট্যাম্পের ছাপানো,সংরক্ষণ, সরবরাহ ব্যয় কমবে,জালিয়াতি রোধ হবে,একইসঙ্গে মানুষের অহেতুক ভোগান্তি দূর হবে।