দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুন ২০১৫: ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের ২০১৫-২০১৬ সনের কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সামিউল করিম আলমগীর ও সাধারণ সম্পাদক পদে বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের মবিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন ।সোমবার বিকালে ঢাকা জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি হয়। মবিনুল ইসলামের সাথে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার।এসোসিয়েশনের সদস্য সংখ্যা ৪৭ হলেও ভোটার সংখ্যা ৪১ জন।
ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম এ ফলাফল ঘোষণা করেন।এ সময় অপর কমিশনার অ্যাডভোকেট আবু বকর ফরহাদ উপস্থিত ছিলেন।সহ সভাপতি পদে দৈনিক সংবাদের মাহবুবুল হক,সহ সাধারণ সম্পাদক পদে বাংলামেইল টোয়েন্টিফোর.কমের প্রিয়লাল সাহা, কোষাধ্যক্ষ পদে দৈনিক নিউ এজের রবিউল ইসলাম রবি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জাস্ট নিউজবিডি.কমের আবুল কালাম খান, সদস্য পদে দৈনিক দিনকালের মশিহুর রহামন, দৈনিক জনকণ্ঠের সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি ও দৈনিক ভোরের ডাকের আদালত প্রতিবেদক সরকার আব্দুল মুনিম নির্বাচিত হয়েছেন। পরে কার্যকরী কমিটির উপদেষ্টা পদে সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের মো. শাহজাহান খান, ফোকাস বাংলা নিউজের দুলাল মিত্র ও দৈনিক নবচেতনার এমদাদুল হক লালকে মনোনীত করা হয়।