bogra pic (2) 29-06-15_86686

দৈনিকবার্তা-বগুড়া, ২৯ জুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার মাধ্যমে ভর্তির পরিবর্তে জিপিএ এর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সরকারি আযিযুল হক কলেজের সাধারন শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়। জানাগেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে অনার্স প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির ফলে মেধাবীরা তাদের পছন্দ মত কলেজ ও বিষয়ে ভর্তির সুযোগ পেতো। কিন্তু চলতি শিক্ষা বর্ষ থেকে পরীক্ষার পরিবর্তে এইচএসসির জিপিএ এর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলে অনাকাংখিত ভাবে এইচএসসিতে জিপিএ-৫ না পাওয়া অনেক মেধাবী শিক্ষার্থীর পছন্দের বিষয়ে ভালো করেজে ভর্তির সুযোগ বঞ্চিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

মেধাবী শিক্ষার্থীদের সুযোগ করে দিতে পরীক্ষার মাধ্যমে অনার্স প্রথম বর্ষে ভর্তির দাবীতে সোমবার সকাল ১০টায় বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে। সাধারন ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত এই মানববন্ধনে পরিষদের আহ্বায়ক প্রিন্স হাবিব, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমানসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।

সাধারন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক প্রিন্স হাবিব বলেন, দীর্ঘ দিন যাবত পরীক্ষার মাধ্যমে অনার্স ভর্তির প্রক্রিয়া চলে আসছে। এজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই প্রস্তুতি শুরু করেছে। অনেকে মোটা অংকের টাকা ব্যয় করে বিভিন্ন কোচিং সেন্টারে নিয়মিত প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের হঠকারী সিদ্ধান্তে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা হতবাক। সেই সাথে অভিভাবকরাও আর্থিখ ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হঠকারী সিদ্দান্ত বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তির দাবী জানান। অন্যথায় সাধারন শিক্ষার্থীরা আরও কঠোর আন্দেলনে যেতে বাধ্য হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।