gazipur._55092

দৈনিকবার্তা-গাজীপুর, ২৯ জুন: গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলামের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি। গাজীপুর নাগরিক কমিটি কর্তৃক দেয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, অধ্যাপক আয়েশ উদ্দিন, গাজীপুর নাগরিক কমিটির সদস্য সচিব কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সিটি কাউন্সিলর হোসেন আরা আক্তার জুলি, জেলা বিএমএ সভাপতি ডা. আমির হোসেন রাহাত, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, অ্যাডভোকেট ইস্তেকবাল হোসেন প্রমুখ। এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, সচিব মোঃ আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. আলী হায়দার খানসহ জেলা বিভিন্ন পর্যায়ের নাগরিকগণ উপস্থিত ছিলেন।