দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুন: ২০ দলীয় জোট আমরা মন্ত্রী-এমপি বড় কিছু হওয়ার জন্য নয়। আমরা এদেশটাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমরা নতুন প্রজন্মকে রক্ষা করে দেশে সুশাসন প্রতিষ্ঠা কর আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই। এ দেশে জনগনের দিকে সরকারের কোনো নজর নেই অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘‘ অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে। সাধারণ মানুষের দিকে তাদের কোনো নজর নেই।’’ সোমবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লা্ব মিলনায়তনে ২০ দলীয়ে জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা‘ ইফতার মাহফিলে অংশ নিয়ে এই বক্তব্য দেন তিনি।
দেশের মুক্তির জন্য ইফতারে সকলকে দোয়া করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘ আমরা মনে করি দেশবাসী ২০ দলীয় জোটকে যদি সহযোগিতা করে ইনশাল্লাহ তারা (সরকার) যত বড় বড়ই কথা বলুক না কেনো, তারা সফল হবে না, কামিয়াব হবে না। আল্লাহ আমাদের সহায় আছেন।’’
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আয়োজিত ইফতার পার্টিতে এলডিপির অলি আহমেদ, জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, জামায়াতে ইসলামীর আমীনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামা ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, কল্যান পার্টির এমএম আমিনুর রহমান, জাতীয় দলের এহসানুল হুদা, জাগপার সহসভাপতি রেহানা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানকে নিয়ে এক টেবিলে বসেন জোট নেত্রী খালেদা জিয়া।
এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, ২০ দলীয় জোটের গোলাম মোস্তফা ভুঁইয়া, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সৈয়দ মাহবুব হোসেন, আহসান হাবিব লিংকন, এএসএম শামীম, খালেকুজ্জামান চৌধুরী, আসাদুর রহমান খান, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক আসিফ নজরুল, কবি আল মুজাহিদী ইফতারে উপস্থিত ছিলেন।
ইফতারে বিএনপির এম কে আনোয়ার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আবদুল হালিম, হায়দার আলী, ফজলুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব নুরে আরা সাফা, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, শ্যামা ওবায়েদ, নিখোঁজ দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা, শফিউল আলম প্রধানের মেয়ের ব্যারিস্টার তাসমিয়া প্রধানযুদ্ধাপরাধে দন্ডিত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী, আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, এম কামরুজ্জামানের ছেলে হাসান ইমান ওয়াফি, জাগপার মহিউদ্দিন বাবলু, আবু মোজাফফর মো. আনাস, আসাদুর রহমান খান, শেখ জামালউদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ অংশ নেন।