দৈনিকবার্তা-ঢাকা, ২৮ জুন: আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরো বাড়ানোর দাবি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ৪ জুন জাতীয় সংসদে সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে স্বাস্থ্য খাতের জন্য ১২ হাজার ৬৯৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ৪ দশমিক ৩ শতাংশ।রোববার সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমপিরা অ্যাম্বুলেন্স চায়। আমি প্রস্তুত রেখেছি, টাকার অভাবে আনতে পারছি না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তার দলকে হোয়াইট ওয়াস করা হবে। সে নির্বাচনে বিএনপি ও বেগম জিয়া অংশ নেবেন আশা করে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করেন।তিনি বলেন, আর ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আপনারা (বেগম জিয়া) থাকুন, প্রতিদ্বন্দ্বিতা করুন। শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে অনুষ্ঠেয় নির্বাচনেও আমরা সরকার গঠন করে দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করবো ।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ স্বাস্থ্য সেবার দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশে পরিণত হবে। তিনি বর্তমান সরকারের ৭ বছরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে দেশের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার কখা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এখন গ্রামে ডাক্তার রয়েছে। দু’বছর তাদের বাধ্যতামূলকভাবে গ্রামে থাকতে হবে। তাদের কাছ থেকে গ্রামের দরিদ্র জনগণ চিকিৎসা সেবা পাচ্ছেন। এছাড়া কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেও নারী-শিশু সহ সব ধরনের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
তিনি বলেন, জেলা শহরের হাসপাতালগুলোতেও উন্নত চিকিৎসার সুযোগ করে দেয়ার ব্যবস্থাও নেয় হয়েছে। আগামী তিম বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে আইসিও এবং সিসিও’র ব্যবস্থা ইউনিট চালূ করা হবে। কিডনি চিকিৎসার প্রয়োজনীয় আরো যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে। ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশে বোনমেরু ট্রান্সপ্লান্ট করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে প্রায় বিনা পয়সায় চালূ হওয়ার এ পর্যন্ত ১৪ জনের বোনমেরু ট্রান্সপ্লান্ট করা হয়েছে।তিনি বলেন, বর্তমান সরকারের আমেলে আরো ১১টি নতুন মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এসব কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।