দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ২৮ জুন: টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপার বাজারে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভেজাল পন্য জব্দ ও ১ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ৷ রবিবার দুপুর ১ টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্য্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিবির ওসি আবুল কালাম আজাদ এসব তথ্য জানান৷
তিনি ও জানান, গত ২৭ জুন শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজ এর গোডাউনে জেলা গোয়েন্দা শাখার মুন্সীগঞ্জ এর অফিসার ও ফোর্স এস আই মোঃ ফারম্নক হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানবদেহের জন্য খতিকর বিষাক্ত কেমিক্যাল দ্বারা তৈরী ১৭ হাজার ৫৯২ বোতল যৌন উত্তেজক জিনসিন পস্নাস ও ১ হাজার ২০০ বোতল লাহমিনা উদ্ধার করে৷ উদ্ধারকৃত পণ্যের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা৷ এ সময় ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মোঃ আকবর হোসেনকে(৬৫) আটক করা হয়েছে৷ সে দিঘীরপাড় ইউনিয়নের মুলচর গ্রামের মৃত কালাচান বেপাড়ীর ছেলে