দৈনিকবার্তা-ঢাকা, ২৮ জুন: কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ কোয়ার্টার-ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে যায় ব্রাজিল। গত আসরে এই শেষ আটেই টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমি-ফাইনালে প্যারাগুয়ের সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে আর্জেন্টিনার।ম্যাচের পঞ্চদশ মিনিটে রবিনিয়োর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু চিয়াগো সিলভার ভুলে সমতায় ফেরে প্যারাগুয়ে। ৭২তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন দেরলিস গনসালেস। টাইব্রেকারে প্রথম পেনাল্টি কিক নিতে এসে লক্ষ্যভেদ করেন ফের্নানদিনিয়ো। প্যারাগুয়ের অসভালদো মার্তিনেসের শটও লক্ষ্যে থাকে।
ব্রাজিলের দ্বিতীয় শট ডান পোস্টের বাইরে দিয়ে মেরে দেন এভারতন রিবেইরো। তবে প্রতিপক্ষের ভিক্তর কাসেরেস জালে বল ঢোকাতে ভুল করেন নি।তৃতীয় শটে গোল পান ব্রাজিলের মিরান্দা। প্যারাগুয়ের রাউল ববাদিয়াও গোলরক্ষককে কোনো সুযোগ দেননি।দগলাস কস্তা চতুর্থ শটটি ক্রসবারের ওপর দিয়ে মেরে দিলে হতাশায় ভেঙে পড়ে ব্রাজিল সমর্থকরা। প্যারাগুয়ের রকে সান্তা ক্রুসও একই ভুল করায় তখনও আশা কিছুটা টিকে ছিল দুঙ্গার দলের।পঞ্চম শটে ফিলিপে কৌতিনিয়ো লক্ষ্যভেদ করায় সব নজর ছিল জেফারসনের দিকে। কিন্তু পেনাল্টি থেকে প্যারাগুয়েকে সমতায় ফেরানো গনসালেসকে এবারও রুখতে পারেননি তিনি। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়েন প্যারাগুয়ের খেলোয়াড় আর কর্মকর্তারা।চিলির কনসেপনিওনে বাংলাদেশ সময় রবিবার ভোরে ব্রাজিলকে হারিয়ে সেমিতে উঠে যায় প্যারাগুয়ে।