দৈনিকবার্তা-ঢাকা, ২৮ জুন: রবিবার বিকালে বগুড়া বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ভাংচুর হয়েছে৷ কাজ না করে প্রকল্পের বিপরীতে ডিও লেটার দাবি করা নিয়ে বিরোধের জের ধরে আওয়ামীলীগ নেতা এক ইউপি চেয়ারম্যনের নেতৃত্বে এই ভাংচুর করা হয়৷
সংশ্লিষ্ট সুত্র জানায়, সদরের রাজাপুর ইউনিয়নের রাসত্মা সংস্কার সহ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না হওয়ার আগেই সেখানকার ইউপি মেম্বার আব্দুল মান্নান বাচ্চু বরাদ্দকৃত গমের পুরো ডিও দাবি করেন৷ এনিয়ে বিরোধ ও জটিলতা সৃষ্টি হয়৷ অভিযোগ পাওয়া গেছে, এবিষয় নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু শফিকের নেতৃত্বে বহিরাগত ২০/৩০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জাহানের কক্ষে যায়৷ এসময় তারা উত্শৃংখল আচরণ ও হুমকি দেয়৷ এতে উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রতিবাদ করলে তার অফিসের চেয়ার টেবিল ভাংচুর করা হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে হুমকি ও গালিগালাজ করার ঘটনা স্বীকার করে জানিয়েছেন, এ বিষয়ে মামলা দাযের করা হবে৷এঘটনায় উপজেলা পরিষদে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে৷ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হামলার খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খোরশেদ আলম ও সহকারী পুলিশ সুপার নাজির আহম্মেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এ ব্যপারে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভাংচুরের বিষয়টি অস্বীকার করে ইউএনও’র বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন৷