Bogra Pic-28 (4)

দৈনিকবার্তা-বগুড়া, ২৮ জুন ২০১৫: বগুড়া সদরের গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজান ডিবি পুলিশের হাতে গ্রেফতার, মহাসড়ক অবরোধ, গ্রেফতার ৫।জানাগেছে,গতকাল রবিবার বিকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোকুল উত্তরপাড়া গ্রামের উত্তরপাড়ার আফছার আলীর পুত্র মিজানুর রহমান (২৫) কে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ লাঠি সোটা হাতে নিয়ে রংপুর-বগুড়া মহাসড়কে এসে গাড়ী ভাংচুর শুরু করে ও কাঠের গুড়ি ও ইট দিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় রাস্তার দু’পার্শ্বে শত শত গাড়ী আটকা পড়ে যানযটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হয়। খবর পেয়ে এক ঘন্টা পর বগুড়া এডিশনাল এস.পি আরিফুর রহমানের নেতৃত্বে দুটি সাজোয়াযান গাড়ী সহ গাড়ীসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করলে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে পুলিশবাহিনী কাঠের গুড়ি ও ইট পাটকেল সরিয়ে ফেললে গাড়ী চলাচল স্বাভাবিক হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহভাজক চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার এ সার্কেল নাজির আহম্মেদ এর সাথে কথা বললে তিনি জানান,বগুড়া থেকে বিভিন্ন টিম অভিজানে গিয়েছিল মিজানকে কে গ্রেফতার করেছে এখনও আমার জানা নেই। এদিকে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজান এর গ্রেফারের প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতী দিয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুফ আহম্মেদ খান রুবেল, সাধারন সম্পাদক, এ্যাড. মাহাবুব আলম শাহিন, সাংগঠনিক সম্পাদক, এ্যাড. সৈয়দ জহুরুল আলম, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি,ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু সহ বিএনপি অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।