দৈনিকবার্তা-ঢাকা, ২৮ জুন ২০১৫: গাজীপুরে শুরু হলো পুলিশ বিভাগের নবগঠিত স্বতন্ত্র্য বিশেষায়িত তদন্ত সংস্থা ‘পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)’ এর কার্যক্রম। গাজীপুরের বিভিন্ন বিচারিক আদালতের বিচারকগণের সঙ্গে পিবিআই’ এর কর্মকর্তাদের মতবিনিময় সভায় ওই তথ্য জানানো হয। ‘পিবিআই’ এর উদ্যোগে গাজীপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে রবিবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। পিবিআই ঢাকা বিভাগের স্পেশাল পুলিশ সুপার মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক। সভায় গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আস্ সাম্স্ জগলুল হোসেন ও পিবিআই’র গাজীপুর জেলা প্রধান অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এ আর এম আলিফ, পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) খোন্দকার শওকত জাহান, মো. মহসিন, আব্দুস সাত্তার মন্ডল, ফজলুর রহমানসহ গাজীপুরের বিভিন্ন আদালতের বিচারকগণ এবং পিবিআই’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় গাজীপুরের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এ আর এম আলিফ পিবিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য ও এর কার্যক্রমসহ নানাবিধ বিষয় তুলে ধরেন। তিনি জানান, পিবিআই পুলিশের পাশাপাশি এক স্বতন্ত্র তদন্ত সংস্থা হিসাবে খুন, ডাকাতি, খুনসহ ডাকাতি, ধর্ষন, অস্ত্র মামলা, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত মামলা, সাইবার ক্রাইম, মানব পাচার, চোরাচালান ও কালোবাজারী, অপহরণ ও মুক্তিপণ এবং মাদকসহ মোট ১০ ধরণের মামলা পরিচালনা করবে। আধুনিক প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করে পিবিআই সিডিউল ভূক্ত মামলা তদন্তের মাধ্যমে অপরাধ নির্মূল করা হবে। প্রাথমিক পর্যায়ে তারা আদালত কর্তৃক প্রেরিত মামলা এবং বাদির না-রাজী সংক্রান্ত মামলাগুলো তদন্ত করবে। সংস্থাটি কিভাবে কাজ করবে তার বিস্তারিত বিষয় নিয়ে বিধিমালা হচ্ছে, বর্তমানে তা আইন মন্ত্রণালয়ে রয়েছে। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পিআইবি’র তদন্তের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পিবিআই’র গাজীপুর জেলা অফিসের পুলিশ পরিদর্শক খোন্দকার শওকত জাহান জানান, ২০১২ সালে পুলিশ বিভাগের একটি স্বতন্ত্র্য বিশেষায়িত তদন্ত সংস্থা ‘পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)’ গঠিত হয়। এ তদন্ত সংস্থাটি গঠণের পর প্রথমবারের মতো পিবিআই’কে গত ২৪ জুন গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল থেকে একটি মামলা তদন্তের জন্য আদেশ হয়েছে। পিবিআই’র গাজীপুর জেলা অফিসে বর্তমানে লোকবল রয়েছে ২২ জন। এর মধ্যে জেলায় সংস্থাটির প্রধান হিসেবে রয়েছেন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এ আর এম আলিফ। এছাড়াও ৫জন পরিদর্শক (ইন্সপেক্টর), ৭জন উপ-পরিদর্শক(এসআই), ৪জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ৫জন কনস্টেবল রয়েছেন।