দৈনিকবার্তা-ঢাকা, ২৮ জুন: খুলনা ও বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ২৯ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ইসলামী বই, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।জানা গেছে, খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রাম থেকে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ২৪ নারী কর্মীকে আটক করে। এ সময় কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি হাতবোমা এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
খুলনা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন- মৃত মোছাদ্দেক আলীর স্ত্রী ফতেমা বেগম (৪৫), আলাউদ্দিন সরদারের স্ত্রী সাকিলা বেগম (২৩), ইয়াসিন সরদারের মেয়ে তামজিলা (১৭), মৃত মোসলেম সরদারের স্ত্রী আছিযা খাতুন (৪০), আবুল বাশারের স্ত্রী আসমা বানু (৪৫), অহেদুলের স্ত্রী শাহিনা পারভীন (৩০), নূর ইসলামের স্ত্রী মমতাজ পারভিন (৩০), জেহের আলীর স্ত্রী হালিমা বেগম (৪০), লাইলি বেগম (৪৫), আসুরা বেগম (৫৫), মরিয়ন বেগম (৫০), তহুরা খাতুন (৫০), তাসলিমা বেগম (৩০), তাসলিমা বেগম (২৫), মোমেনা খাতুন (৩০), কোহিনুর বেগম (২৪), খালেদা বেগম (৪৯), আয়েশা বেগম (৫০), নাজমা বেগম (২২), আনোয়ারা বেগম (৩০), ইসমাতয়ারা (১৯), জাকিয়া বেগম (৪০) তানজিলা বেগম (২২) ও জাকিয়া বেগম (৩৫)।পুলিশ সুপার জানান, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হবে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গোবরা গ্রামের মাওলানা আ. হাইয়ের বাড়িতে ২ শতাধিক জামায়াতের নারী কর্মী প্রশিক্ষণ নিচ্ছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন ২৪ কর্মীকে আটক করা হয়েছে। আটকদের বাড়ি কয়রা সদর ইউনিয়নের গোবরা ও ঘাটাখালি গ্রামে। এদিকে বগুড়া শহরতলির এরুলিয়ায় একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় পুলিশ জামায়াতের ৫ মহিলা নেতাকর্মীকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে সংগঠনের ২০টি বই উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য এরুলিয়া গ্রামের আবদুল মজিদের স্ত্রী তাসলিমা, এরুলিয়া পূর্বপাড়ার মাওলানা আবদুল গফুরের স্ত্রী ও মহিলা জামায়াতের সদস্য নিলুফা ইয়াসমিন, একই এলাকার মৃত রায়হানের স্ত্রী ও জামায়াত কর্মী পিয়ারা ওরফে সুমাইয়া এবং এরুলিয়া খাঁপাড়ার সুলতানের স্ত্রী ও সংগঠনের কর্মী জাকেয়া ও এরুলিয়া মন্ডলপাড়ার আবু বক্করের স্ত্রী ও জামায়াতের সদস্য রেহেনা।পুলিশ কর্মকর্তারা জানান, এরুলিয়ার একটি বাড়িতে রোববার দুপুরে মহিলা জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। গোপন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত ও মহিলা জামায়াতের ৫ সক্রিয় নেতাকর্মীকে আটক করা হয়। ওই বাড়ি থেকে সংগঠনের ২০টি বই জব্দ করা হয়েছে। এএসপি (বি-সার্কেল) গাজিউর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।